কোটবাজারের ব্যবসায়ীদের সাথে বিরোধের নিষ্পত্তি!

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ায় কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দের দাবীকৃত সকল শর্ত মেনে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং মামলা তুলে নিয়ে আপোষ করলেন আবর সিটি সেন্টারের মালিকপক্ষের বৌধিরত্ন বড়ুয়া।

সোমবার (১৭ জুলাই) বিকেল ৫ টায় আরব সিটি সেন্টারে সমিতির অফিসে বিরোধ নিষ্পত্তির প্রধান বিচারক সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন মিন্টু, রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর উপস্থিতিতে সমাধান হয়।

বৈঠকে কোটবাজার আরব সিটি সেন্টারের সামনের পার্কিংয়ের স্থানে আর কোনো স্থাপনা হবেনা ও মার্কেটের সৌন্দয্যবর্ধনে মালিক ও ব্যবসায়ী পক্ষ একযোগে কাজ করার এবং ব্যবসায়ীরা যথাসময়ে দোকানের ভাড়া ও অন্যান্য বিল যথাসময়ে মালিকপক্ষকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

এসময় কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খোরশেদ আলম বাবুল, সাবেক সভাপতি আবু ছিদ্দিক, সহ-সভাপতি মো. হাশেম, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, এড. রিদুয়ান, এড. শাহ আমিন, এড. আবদুর রহিম, সমিতির সিনিয়র সদস্য রেজাউল করিম, ইকবাল হোসেন সোহেল, উখিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক তারেক হোসেন মানিক, যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন, মারুফ হোসেন খোকা ও সমিতির পরিচালকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে কোটবাজার ব্যবসায়ীদের সাথে বৌধিরত্ন বড়ুয়ার বিরোধ মীমাংসায় এগিয়ে আসার জন্য উখিয়া উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য, আরব সিটি সেন্টারের সামনে অন্যায়ভাবে দোকান নির্মাণের প্রতিবাদ করায় স্থাপনা উচ্ছেদের অভিযোগে এনে দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের করে বৌধিরত্ন বড়ুয়া।

আরও খবর