কক্সবাজার জার্নাল রিপোর্ট •
উখিয়ায় পালংখালীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ইয়াবাসহ অস্ত্র ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব-১৫।
১৬ জুলাই (রোববার) সকালে ৭টায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করে জানান, র্যাবের কাছে খবর আসে উখিয়ার পালংখালীর নলবুনিয়া এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র-গোলাবারুদ ও মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল মো. ওসমান নামে এক যুবককে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত যুবককে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার ঘরের আলমারীর উপরে প্লাস্টিকের বস্তায় অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবা সংরক্ষণের কথা স্বীকার করে।
পরবর্তীতে তার ঘর তল্লাশী করে ১টি ওয়ান শুটারগান, ২টি বিদেশী পিস্তল, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ০৭ রাউন্ড খালি কার্তুজ এবং ৪ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবক ওই এলাকার সুলতান আহাম্মেদের ছেলে মো. ওসমান (৩১) । সে জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে বিদেশী অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে দুস্কৃতিকারীদের নিকট বিক্রয় করে থাকে।
উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবাসহ ধৃত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-