ইমরান আল মাহমুদ:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধ্বসের ঘটনা ঘটেছে। এসময় ওমর নামের একজন রোহিঙ্গা শিশু গুরুতর আহত হন। শুক্রবার(১৪ জুলাই) বিকেলে ক্যাম্প-৮ ইস্টের বি-২৬ ব্লকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভারী বর্ষণে পাহাড়ধ্বস হয় রোহিঙ্গা ক্যাম্পে। এতে পাহাড়ের পাদদেশে থাকা ঝুপড়ি ঘরে পাহাড়ধ্বসে পড়লে এক রোহিঙ্গা শিশু আহত হয়। তবে আহতদের সংখ্যা বাড়তে পারে বলেও জানা যায়।
এদিকে, এক রোহিঙ্গা আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) আমির জাফর।
৮এপিবিএন সহকারী পুলিশ সুপার(মিডিয়া এন্ড অপস) মো. ফারুক আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন,” শুক্রবার বিকেলের দিকে ক্যাম্প-৮ ইস্টের বি-২৬ ব্লকে ভারী বর্ষণে পাহাড়ধ্বসের ঘটনা ঘটে। এতে ওমর নামের এক রোহিঙ্গা শিশু গুরুতর আহত হয়। আহত শিশুকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-