নিজস্ব প্রতিবেদক •
উখিয়ার কোটবাজার আরব সিটি সেন্টারের সামনে পার্কিংয়ের জায়গায় অন্যায়ভাবে দোকান নির্মাণের প্রতিবাদ করায় স্থাপনা উচ্ছেদের অভিযোগে এনে দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের করে বৌধিরত্ন বড়ুয়া। আর সেই মামলায় জামিন লাভের পর শুকরিয়া আদায় করে পথসভা করেছে কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দরা।
বুধবার(১২ জুলাই) দুপুরে কোটবাজার স্টেশন চত্বরে র্যালী ও আরব সিটি সেন্টারের সামনে পথসভার অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন,” কোর্টবাজার আরব সিটি সেন্টারের সামনে কোনো স্থাপনা থাকবেনা মর্মে ডেভেলপমেন্ট কোম্পানি নিশ্চয়তা দিয়েছিলো। সেকারণে সবাই সামনে পার্কিংয়ের স্থান রেখে ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় টাকার লোভের পড়ে হঠাৎ রাতের আঁধারে বৌধিরত্ন বড়ুয়া স্থাপনা নির্মাণ করে। বিষয়টি আমরা মৌখিকভাবে আলাপ আলোচনা করলেও তিনি অন্যায়ভাবে কাজ করে গেছেন। এমনকি আদালতের ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অমান্য করে কাজ করেছেন।
বক্তারা বলেন, কোর্টবাজারের ব্যবসায়ীদের স্বার্থে সবসময় আমরা কাজ করে যাচ্ছি। বৌধিরত্ন বড়ুয়া ও একটি চক্র টাকার লোভে মার্কেটের পার্কিংয়ের জায়গায় সৌন্দর্য নষ্ট করে অন্যায়ভাবে দোকান নির্মাণ করছেন। যা পুরো মার্কেটের ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। তাই অন্যায় কাজে বাধা প্রদান ও প্রতিবাদ করায় কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দদের আসামি করে মামলা দেওয়া হয়। যা গভীর ষড়যন্ত্র বলে মনে করছি।
মামলায় তথাকথিত যেসব কারণ উল্লেখ করা হয়েছে সেগুলো অতিরঞ্জন ও মিথ্যাচারে পরিপূর্ণ এবং হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। দায়েরকৃত মামলায় যাদের আসামি করা হয়েছে এবং বিবরণে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, তারা কেউ এর সাথে সম্পৃক্ত নয়। সুতরাং তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।
বক্তারা আরও বলেন,”কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দরা সবসময় ব্যবসায়ীদের স্বার্থে সোচ্চার ভুমিকা পালন করে আসছে। তাই অনতিবিলম্বে দায়েরকৃত এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নাহয় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
পথসভায় দোকান মালিক সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেনে, সাবেক সভাপতি আবু ছিদ্দিক, সভাপতি খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, যুবলীগ নেতা আবুল হোসেন আবু সহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, কয়েকদিন যাবত আরব সিটি সেন্টারের সামনে স্থাপনা নির্মাণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা চলছে। অন্যদিকে, স্থাপনা নির্মাণ করা বৌধিরত্ন বড়ুয়া তার স্থাপনা ভাংচুর করার অভিযোগ এনে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-