নিজস্ব প্রতিবেদক •
প্রতিশ্রুতি দেয়ার দুই দিনের মাথায় উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির ব্যক্তিগত তহবিল থেকে হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ মরিচ্যা জামে মসজিদের চলমান উন্নয়ন কাজের জন্য দুই লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।
৯ জুলাই (রোববার) সন্ধ্যায় উখিয়া প্রেস ক্লাবের হলরুমে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এএইচ সেলিম উল্লাহ ও সাধারণ সম্পাদক শাহ আলম কোম্পানীসহ কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ দুই লাখ টাকা তুলেন সংসদ বদির পক্ষে প্রতিনিধি উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজুল হক।
এসময় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, সাংবাদিক আবদুল্লাহ আল আজিজ, হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ জুলাই (শুক্রবার) বিকালে দক্ষিণ মরিচ্যা জামে মসজিদের চলমান উন্নয়ন কাজের জন্য উখিয়া-টেকনাফের সাবেক সংসদ আবদুর রহমান বদি দুই লাখ টাকা অনুদানের ঘোষনা দেন। তারই ফলশ্রুতিতে আজ সন্ধ্যায় উখিয়া প্রেসক্লাবের হলরুমে মসজিদ কমিটির নেতৃবৃন্দের কাছে টাকা হস্তান্তর করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-