কক্সবাজার জার্নাল রিপোর্ট •
কক্সবাজারের উখিয়ার ধামনখালী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। এসময় কাউকে আটক করতে পারেনি।
শুক্রবার (৭ জুলাই) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার সরোয়ার চিংড়ি ঘের থেকে এ মাদক উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুল শহীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বিজিবি।
এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করা কয়েকজন মাদক কারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালাতে গিয়ে ব্যাগটি ফেলে মিয়ানমারের দিকে ফিরে যায়। পরে বিজিবি তল্লাশি চালিয়ে আইসগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত আইস বিজিবির হেফাজতে রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-