টেকনাফে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠলো মাদ্রাসা ছাত্রের মরদেহ

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের একদিন পর পুকুর থেকে নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে টেকনাফের বাহারছড়ার চকিদারপাড়ায় বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে স্বজনদের অভিযোগ- শিশুটিকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

মৃত শিক্ষার্থীর নাম মো. নোমান (৮)। তিনি বাহারছড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শীলখালি চকিদার পাড়ার সৈয়দ আহমদের ছেলে। সে দক্ষিণ শীলখালি মোহাম্মদিয়া আর্দশ নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। পারিবারিক কলহের জেরে আড়াই বছর আগে নোমানের বাবা-মায়ের বিয়েবিচ্ছেদ হয়।

নোমানের চাচা শফিক আলম জানান, সোমবার (৩ জুলাই) দুপুর থেকে নোমান নিখোঁজ ছিল। তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছিল। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।

টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মশিউর রহমান জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশের একটি টিম দক্ষিণ শীলখালি চকিদার পাড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে নোমান নামের শিশুর মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, যতটুকু জানতে পেরেছি, শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বা এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর