উখিয়ার থাইংখালি শিক্ষক পরিবারের শপথ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ার থাইংখালি শিক্ষক পরিবারের নব-গঠিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান ও মধ্যহ্নভোজের আয়োজন করা হয়েছে৷

বুধবার (৫ জুলাই) সকালে থাইংখালি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ও থাইংখালি শিক্ষক পরিবারের প্রধান উপদেষ্টা আক্কাস আহমদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেলখোলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদ আহমদ, থাইংখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ রহিম হেলালী, টাইপালং দাখিল মাদ্রাসার সাবেক সহ-সুপার আবু রাশেদ মোহাম্মদ তৈয়ব, ফারিরবিল আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মওলানা জমির উদ্দিন মাহমুদ, থাইংখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, থাইংখালি দারুল তাহাযীব মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দু সত্তার, রহমতের বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও থাইংখালি শিক্ষক পরিবারের উপদেষ্টা আজিজ উল্লাহ, রহমতের বিল দাখিল মাদ্রাসার সুপার ও থাইংখালি শিক্ষক পরিবারের উপদেষ্টা মওলানা ফজলুল করিম, থাইংখালি দাখিল মাদ্রাসার সহ-সুপার ও থাইংখালি শিক্ষক পরিবারের উপদেষ্টা হাফেজ মওলানা আব্দুল গফুর, তাজনিমারখুলা ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক ও থাইংখালি শিক্ষক পরিবারের উপদেষ্টা মওলানা নুরুল আমিন সিদ্দিকী, থাইংখালি হলি চাইল একাডেমির সাবেক প্রধান শিক্ষক নুরুল বশর, হ্নীলা নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও থাইংখালি শিক্ষক পরিবারের উপদেষ্টা মুজিবুল হক, থাইংখালি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও থাইংখালি শিক্ষক পরিবারের উপদেষ্টা শাহ ইউনুছ, হাজী গুরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও থাইংখালি শিক্ষক পরিবারের স্থায়ী পরিষদের সদস্য সাহাব উদ্দিন প্রমুখ৷

এসময় বক্তারা বলেন, “থাইংখালি শিক্ষক পরিবার সংগঠন পরিচালনার জন্য একটি দক্ষ কমিটি গঠন করা হয়েছে৷ এই সংগঠনের মাধ্যমে গুণীজন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধণা এবং শিক্ষাবৃত্তি সহ এলাকার শিক্ষাবিস্তারে অগ্রণী ভুমিকা পলন করবে৷ পাশাপাশি এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীরা যাতে মাদকাসক্ত না হয় তারজন্য সচেতন অবিভাবকদের সচেতন করে তুলবে৷ কোনো শিক্ষক শিক্ষিকা বিপদে পতিত হলে তাদের পাশাপাশি গিয়ে দাঁড়াবে থাইংখালি শিক্ষক পরিবার৷”

উখিয়া উপজেলার থাইংখালি শিক্ষক পরিবারের নব-গঠিত কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান তেলখোলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদ আহমদ৷

নব-গঠিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান শেষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, থাইংখালি শিক্ষক পরিবারের নবনির্বাচিত সভাপতি ও থাইংখালি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কমরুদ্দিন মুকুল, অত্র সংগঠনে সহ-সভাপতি ও রঙ্গিন খালি ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আক্তারুল জলিল, অত্র সংগঠনে সাধারণ সম্পাদক ও থাইংখালি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আমিনুল এহেছান৷

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা নুরুল আমিন৷ দোয়া শেষে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়৷

আরও খবর