উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

উখিয়ায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

৫ জুলাই (বুধবার) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল মরিচ্যা বাজারের পার্শ্ববর্তী পাগলিরবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করলে মাদক কারবারিরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে অংনইচৌ মার্মা নামের এক যুবককে ধরে ফেলে। পরবর্তীতে তার হাতে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং তার কাছে থাকা একটি মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়।

আটক যুবক নাইক্ষংছড়ির সোনাছড়ির লামাপাড়া এলাকার উক্যচিং মার্মার পুত্র।

তিনি আরও বলেন,  ধৃত মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর