কক্সবাজারে দ্বন্দ্ব নিরসনে রাজনীতিবিদদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদদাতা

‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ২৪ জুন বিকাল ৩ টায় কক্সবাজার স্টেডিয়ামের হলরুমে সদর উপজেলা পিএফজির উদ্যোগে একটি পিস ইভেন্টের আয়োজন করা হয়।

উক্ত পিস ইভেন্টের বিষয় ছিল ‘বহুদলীয় উদ্যোগে সকল ধরণের সহিংসতা নিরসনে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।

সভায় কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,আমাদের সামাজিক জীবনে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরণের দ্বন্দ্বে লিপ্ত হই। আর সমাজের বিভিন্ন বিষয়ে নাগরিকদের মধ্যে দ্বন্দ্ব থাকা একটি স্বাভাবিক বিষয়। তবে এ দ্বন্দ্বগুলো যাতে সহিংসতায় রূপ না নেয়, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আমাদের সমাজে রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বগুলো সংঘাতে রূপ নেয়।

আর যারা এ দ্বন্দ্বগুলো নিরসনে জড়িত থাকে তাদের প্রাতিষ্ঠানিক কোন প্রশিক্ষণ নেই। আবার রাজনৈতিক ও সামাজিক নেতাদের সদিচ্ছার অভাবে এ দ্বন্দ্বগুলো সঠিকভাবে নিরসন হয়না। তাই দ্বন্দ্ব নিরসনের সাথে জড়িত ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণের জন্য সরকারের কতৃক জরুরী পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরো বলেন, রাজনীতিবিদগণ আন্তরিক হলে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রুপিং না থাকলে সমাজে দ্বন্দ্ব ও সংঘাত শূন্যের পর্যায়ে নেমে আসবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য আয়েশা সিরাজ, ককসবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার, কক্সবাজার জেলা পরিষদের ও উক্ত জেলা বিএনপির সদস্য হুমায়রা বেগম, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মো. রফিক, জেলা তরুণ পার্টির সদস্য সচিব কামাল উদ্দিন, খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাবের, নুনিয়ার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান আরা বেগম জোসনা, পৌর প্রিপারেটরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেসা বেগম, পেশকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম লিলি, সাংবাদিক স.ম. ইকবাল বাহার চৌধুরী, বিএনপি নেত্রী নাসিমা আক্তার, আশরাফা সিদ্দিকা, সিমোনিয়া খেলাঘরের সভাপতি বুলবুল ই জান্নাত, মানবাধিকার কর্মী জাফর আলম দিদার, তাসলিমা খানম, আরিয়ান খান ফারাবী, জয়ফুল চৌধুরী, মরিয়ম বিনতে ইউসুফ মীম প্রমুখ।

উল্লেখ্য, কক্সবাজার জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হুসাইনুল ইসলাম মাতবর উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং কক্সবাজার সদর পিএফজির সমন্বয়ক মাহবুবুর রহমান উক্ত সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

আরও খবর