কক্সবাজার জার্নাল রিপোর্ট:
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া এলাকার মোহাম্মদ আলী। দীর্ঘদিন যাবত অসুস্থতার সাথে কাটছে দিন। এ যেনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পারিবারিকভাবে যা অর্থ সহায় সম্বল ছিলো সবকিছু চিকিৎসাতেই শেষ হয়ে যায়। শূন্য অর্থে অনাহারে অর্ধাহারে দুশ্চিন্তায় দিন কাটছে তার ও পরিবারের।
এমন অবস্থায় বিষয়টি জানানো হয় সাবেক এমপি আব্দুর রহমান বদিকে। সাথে সাথে বদি ছুঁটে চলেন অসুস্থ মোহাম্মদ আলীর বাড়িতে। খবরাখবর নিয়ে নগদ ২লাখ ৭০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ব্যক্তিগত তহবিল থেকে। অর্থ প্রদানের সময় বদি অসুস্থ আলী কে বলেন,”তোমার অসুস্থতার খরচের জন্য এ টাকা দিলাম। সবসময় সাথে আছি। ভালো খারাপ জানাবে। আমার সাথে যোগাযোগ রাখবে। যেকোনো অসহায় মানুষের পাশে সবসময় আছি।”
এদিকে, নগদ অর্থ সহায়তা প্রদানের পর থেকে প্রশংসায় ভাসছেন বদি। আগামী নির্বাচনে তার বিকল্প নেই বলে দাবি করেছেন অনেকে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-