আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত জহির আহমেদ নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার সোলেমান মিয়ার পুত্র।
শনিবার (২৪ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বালুখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, এক বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর আসামি জহির দীর্ঘদিন ধরে পলাতক ছিল। যার মামলা নং: জিআর ০৮/১৭ (মাদক)।
পরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার চৌকস অফিসার এসআই মহসিন চৌধুরী তার সঙ্গীয় ফোর্স সহ বালুখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দীর্ঘদিন ধরে আসামিকে ধরার চেষ্টা করা হয়েছিল। পরে শনিবার গোপন সংবাদ পেয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জহির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-