কক্সবাজারে চালককে হত্যা করে গাড়ি ছিনতাই

ডেস্ক রিপোর্ট •

ফাইল ছবি

কক্সবাজারের খুরুশকুলে চালককে ছুরিকাঘাত করে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে খুরুশকুল আশ্রয় প্রকল্পের পাশে বশির পাড়ার বিল থেকে মো. আজিজ নামে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে টমটম নিয়ে বাসা থেকে বের হয় নিহত আজিজ। প্রতিদিন রাত ১০টায় বাড়ি ফিরলেও সেদিন ফিরেন নি। কল দিলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়। সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি। পরে শুক্রবার সকাল ১০টার মরদেহ পড়ে থাকার খবর দেয় পুলিশ।

ছুরিকাঘাতে নিহত অটোরিকশা চালকের মরদেহের সুরতহাল তৈরি করছেন সিআইডির সদস্যরা। ছুরিকাঘাতে নিহত অটোরিকশা চালকের মরদেহের সুরতহাল তৈরি করছেন সিআইডির সদস্যরা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হক জানান, সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বিলের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও ক্রাইম সিন টিমের সদস্যরা মিলে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সিআইডির পরিদর্শক মৃতশ্রী বড়ুয়া জানান, মরদেহে শরীরের বুক ও পেটসহ বিভিন্ন স্থানে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে রক্ষক্ষরণ হয়ে ওই চালক মারা গেছেন।

আরও খবর