চট্টগ্রাম •
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সন্দ্বীপ ঘাট এলাকা থেকে ১৯ হাজার ২’শ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৮ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফ থানার হাবিব পাড়ার মৃত মকগুল আহম্মদের ছেলে মো. আব্দুর রহিম (৩৫), কক্সবাজার সরদ থানার রুমালিয়া ছড়ার মৃত নুরুল হকের ছেলে মো. রিদওয়ান (৩০) ও টেকনাফ থানার হাজম পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২০)।
বুধবার (২১ জুন) দুপুর পৌনে ১টায় তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি জানান, কুতুবদিয়া থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী ট্রলারযোগে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সন্দ্বীপ ঘাট এলাকায় অপেক্ষা করতে থাকে র্যাবের একটি টিম। দুপুর পৌনে ১টায় একটি যাত্রীবাহী ট্রলার ঘাটে এসে থামে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলার থেকে তিন ব্যক্তি পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।
মো. নূরুল আবছার জানান, তাদের কাছে থাকা তিনটি শপিং ব্যাগ থেকে ১৯ হাজার ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫৮ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-