গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ ২ বিজিবি সৈনিকরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৬ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। এসময় ৩৯ হাজার পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহার হওয়া যাত্রীবাহি দুটি বাস জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।
বিজিবির পাঠানো প্রেস বার্তায় দেখা যায়, ১৯ জুন (সোমবার) সকাল ৮টার সময় টেকনাফ টেকনাফের প্রধান সড়ক হোয়াইক্যং চেকপোস্টে কর্মরত সৈনিকরা টেকনাফ টু চট্রগ্রামগামী হানিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান করে গাড়ীর সিটের নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এসময় জব্দকৃত ইয়াবার চালানটির সাথে সক্রিয় ভাবে জড়িত চালক-হেলপার সুপারভাইজারসহ ৪ জনকে গ্রেফতার করে।
ধৃত ব্যাক্তিরা হচ্ছে-চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকার মো. ইউনুছ’র পুত্র মো.কুতুব উদ্দিন(২৯),পটিয়ার গোবিন্দ খিল এলাকার মো.আবুল বশর’র পুত্র মো.খোকন(২৬), সাতকানিয়ার কেওছিয়া এলাকার আবু বক্কর’র পুত্র মো.আব্দুর রহমান(২৭)। লোহাগাড়া আমিরাবাদ কিলয়ান্দ এলাকার আব্দুল হাকিমের পুত্র মো.আব্বাস (২১)।
অপরদিকে সকাল সাড়ে ৯ টার দিকে প্রধান সড়ক দমদমিয়া চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা টেকনাফ টু কক্সবাজারগামী পায়রা নামক যাত্রীবাহী একটি বাসে তল্লাশী করে চালকের ডানপাশে অভিনব কায়দায় লুকায়িত ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এসময় পাচারে জড়িত চালক ও হেলফারকে আটক করে।
তারা হচ্ছে-টেকনাফ পৌরসভা ৪ নং ওয়ার্ড পুরান পল্লান পাড়া এলাকার সোলতান আহমদ’র পুত্র ওসমান গনি (৪৫),নতুন পল্লান পাড়া এলাকার হোসেন’র পুত্র মো. কেফায়েত উল্লাহ(২২)। তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকাও জব্দ করে বিজিবি।
অভিযান দুটির সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মো.মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।
তিনি জানান, আটক ৬ মাদক ব্যবসায়ী ও জব্দকৃত ইয়াবা,বাস গুলোসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-