উখিয়াকে গৃহ ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হচ্ছে: সাবেক এমপি বদি

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

উখিয়ায় আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সদস্য আবদুর রহমান বদি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে সেগুলি বাস্তবায়ন করে যাচ্ছেন। অদম্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে দেশ।

তারই অংশ হিসেবে আশ্রয়ণ’ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনছেন। বঙ্গবন্ধুকন্যা ঘোষণা দিয়েছেন, ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না।’

তিনি বলেন, আশ্রয়ণ মানে কেবল আবাসনের ব্যবস্থা নয়; বরং এটির পরিধি আরও ব্যাপক ও বিস্তৃত। উপকারভোগীরা দুই শতাংশ করে জমি পেয়েছেন; একটি অর্ধপাকা দুই কক্ষের ঘর পাচ্ছেন; বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ লাগছে এখানে এবং এতে রয়েছে গোসলখানা, টয়লেট ও রান্নাঘর এবং গৃহসহ জমি স্বামী-স্ত্রী উভয়ের নামে যৌথভাবে দলিল করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, নীতিমালা অনুসরণ করে উখিয়া উপজেলাকে শীঘ্রই ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

গৃহ ও ভূমিহীন ঘোষণা করলেও এটা একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে কোন যোগ্য উপকারভোগী পাওয়া গেলে তাদের বিধি অনুসরণপূর্বক বিবেচনা করা হবে।

সভায় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা কমিশনার (ভূমি) সালেহ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন,উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উখিয়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে।

সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আনসার ও ভিডিপি সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাশেষে উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছার বেবীর একান্ত প্রচেষ্টায় হলদিয়াপালং ইউনিয়নের ঘূর্নিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত ৫৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐচ্ছিক তহবিলের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ সদস্য আবদুর রহমান বদি।

পরে উখিয়ার রাজাপালং ইউনিয়ন খয়রাতি পাড়া খালকাঁচা পাড়া বৌদ্ধ মন্দির দোছড়ি খালের উপর আশি লক্ষ আটত্রিশ হাজার তিনশত চুরাশি টাকা ব্যয়ে নবনির্মিত ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডের সেতু নিমার্ণ শুভ উদ্বোধন করেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি।

এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকবৃন্দ।

আরও খবর