রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গুলাগুলি: যুবক নিহত

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ বশির উল্লাহ, সে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/৩২ এর বাসিন্দা ফজু মিয়ার পুত্র।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ মোহাম্মদ আলী জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলাগুলি হয়। খবর পেয়ে এপিবিএন ও উখিয়া থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে এক রোহিঙ্গা যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে প্রথমে তাকে ক্যাম্প-৯ এর আইওএম হাসপাতালে নেওয়া হয় পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনার পরপরই পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছে, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিভিন্ন গ্রুপের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে

আরও খবর