আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জালিয়াপালং ইউনিয়নের বাইলাখালী ব্রিজ এলাকায় বেপরোয়া কার ও সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২ জুন ) রাত সাড়ে৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মেরিন ড্রাইভ সড়কের বাইলাখালী ব্রিজে কার ও সিএনজি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় সিএনজি ও কারের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
ইনানী পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল জানান,শুক্রবার রাতে কার ও সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-