মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আহত ৫

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •


কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জালিয়াপালং ইউনিয়নের বাইলাখালী ব্রিজ এলাকায় বেপরোয়া কার ও সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ জুন ) রাত সাড়ে৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মেরিন ড্রাইভ সড়কের বাইলাখালী ব্রিজে কার ও সিএনজি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় সিএনজি ও কারের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ইনানী পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল জানান,শুক্রবার রাতে কার ও সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর