নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা, ৩২০ বোতল মদ ১৩,১৪৯ প্যাকেট সিগারেট উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি •

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৩১ মে বুধবার দুপুর ১ টার সময় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ির সীমান্তের সোনাইছড়ি, ও দৌছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর কর্তৃক ৩২০ বোতল বার্মিজ মদ এবং ১৩,১৪৯ প্যাকেট বার্মিজ সিগারেট ও ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

এসময় চোরাকারবারিরা অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিজিবির এক প্রেস ব্রিফিং এ অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম বলেন বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে যে কোন চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে।

দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর