টেকনাফ থেকে ইয়াবা বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে আটক

চট্টগ্রাম •


টেকনাফ থেকে ইয়াবা বিক্রি করতে এসে সালাহ উদ্দিন (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ মে) সকাল ১১টার সময় কোতোয়ালী থানাধীন সিআরবি পুলিশ ফাঁড়ির তুলাতুলি বস্তির তিন রাস্তার মোড় এলাকা থেকে ১৫ শ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাহ উদ্দিন (৬০) কক্সবাজারের টেকনাফের কলেজপাড়া এলাকার মো. হুসাইনের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় মনা বেগম (২৮) নামের এক আসামি পলাতক আছে । এই মনার কাছেই ইয়াবা বিক্রি করতে এসেছিল গ্রেপ্তার সালাহ উদ্দিন।

আরও খবর