টেকনাফে নব্য অনুপ্রবেশকারী ১৯ মিয়ানমার নাগরিক ও ৪ দালাল আটক!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

টেকনাফ থানা পুলিশ সদস্যরা মানব পাচারে জড়িত দালালের বসত বাড়ি থেকে নাফনদ দিয়ে নতুন ভাবে অনুপ্রবেশকারী ১৯ মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছে।

এসময় মানব পাচারে জড়িত বাড়ীর মালিকসহ ৪ জন দালালকে আটক করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুল হালিম জানান গোপন সংবাদের তথ্য অনুযায়ী, ২৬ মে (শুক্রবার) দিবাগত রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড নাইট্যংপাড়া এলাকার মানব পাচারে জড়িত আমিনের বসত বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে ১৯ জন মিয়ানমার নাগরিক ও মানব পাচারে জড়িত ৪ জন পাচারকারীকে দালালকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশের অভিযানিক দল।

ধৃত ১৯ মিয়ানমার নাগরিককের মধ্যে ৬ জন নারী,৬ জন পুরুষ,৭ জন শিশু রয়েছে।

ওসি আরো বলেন, ৪ দালালসহ ধৃত মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য প্রস্তুতি চলছে।

আরও খবর