নিজস্ব প্রতিবেদক, টেকনাফ •
এক লাখ ইয়াবা পাচার মামলায় ২ জনকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৩ মে) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হল- টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মো. শফি ও আয়েশা খাতুনের ছেলে সাদ্দাম হোসেন এবং একই এলাকার মো. সাব্বির আহমদের ছেলে বেলাল হোসেন।
রায় ঘোষণার সময় সাদ্দাম হোসেন আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামি বেলাল হোসেন পলাতক রয়েছে। একই মামলায় অপর ২ আাসামি তালেব ও জুবায়ের হোসেনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪ ও অ্যাডভোকেট আয়াতুল্লাহ খোমেনী মামলাটি পরিচালনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-