রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি-সংঘর্ষ ও খুনের ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আধিপত্য বিস্তার, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) লড়াইয়ে সাধারণ রোহিঙ্গারা আতঙ্কিত। সেসব বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বুধবার (৩ মে) বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত প্রতিটি ঘটনার তদন্ত চলমান। করণীয় নির্ধারণ করতেও কাজ করছি আমরা। রোহিঙ্গা ক্যাম্পে যারাই অপরাধ সংগঠিত করুক, কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা ভঙ্গকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, ড. হাসান উল হায়দার, বিপিএম, অ্যাডিশনাল আইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, ডিআইজি (এফডিএমএন) ও কক্সবাজার; ৮ এপিবিএন এর অধিনায়ক মোঃ আমির জাফর বিপিএম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে আইজিপি ক্যাম্পে পৌঁছালে এপিবিএন এর একটি সু-সজ্জিত দল তাকে অভিবাদন প্রদান করেন। অভিবাদন শেষে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক সংস্থা এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে এপিবিএন পুলিশ ক্যাম্পে গাছের চারা রোপণ করেন।

আরও খবর