ইমরান আল মাহমুদ:
চলমান এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষার দ্বিতীয়দিনে উখিয়ার পরীক্ষা কেন্দ্রে প্রথমদিনের চেয়ে কমেছে অনুপস্থিতির সংখ্যা।
গত ৩০ এপ্রিল প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঐদিন এসএসসি ও দাখিলে মোট ৬২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। দ্বিতীয় পরীক্ষা মঙ্গলবার(২ মে) অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে এসএসসিতে ৬টি কেন্দ্রে ৩২জন ও দাখিলে ২৩জন অনুপস্থিত ছিলো। যা প্রথমদিনের চেয়ে অনুপস্থিতির সংখ্যা কমে এসেছে। প্রথম পরীক্ষার তুলনায় বেড়েছে উপস্থিতির সংখ্যা। প্রথম পরীক্ষায় ৬২ জন অনুপস্থিত থাকলেও দ্বিতীয় পরীক্ষায় তা কমে দাঁড়িয়েছে ৫৫ জনে। ফলে বেড়েছে উপস্থিতির সংখ্যা।
মঙ্গলবার দ্বিতীয় পরীক্ষা শেষে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম।
তিনি জানান, যেসব কেন্দ্রে বিদ্যুতের সমস্যা ছিলো সেসব কেন্দ্রে ব্যবস্থা করা হয়েছে। সকলে সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস বদ্ধপরিকর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-