নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্পে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন ৮।
শনিবার (২৮ এপ্রিল) ভোরে ক্যাম্প-০৮/ইস্টের বি/৭৬ ব্লকের সৈয়দুর রহমান এর বসতঘরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন, রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট’র বি /৫৭ ব্লকের বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইয়াকুব (২৪)।
বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ।
এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
তার বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-