গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের আলোচিত মাদক কারবারী ইদ্রিসের বসত বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা,স্বর্ণ,মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
এসময় কারবারী ইদ্রিসের সহযোগী কাসেম(৪০) নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকেও আটক করতে সক্ষম হয় পুলিশ। সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে টেকনাফ থানার আওতাধীন সাবরাং লেজির পাড়া এলাকার আলোচিত মাদক ব্যবাসী আত্মসমর্পনকারী ইদ্রিসের বসত বাড়ীতে বড় একটি ইয়াবার চালান পাচারের উর্দ্দশ্যে মজুদ করা রয়েছে।
সেই তথ্য অনুযায়ী ২১ এপ্রিল (শুক্রবার) ভোর রাতের দিকে মাননীয় পুলিশ সুপার কক্সবাজার মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল তত্ত্বাবধানে আমি এবং চৌকষ অফিসার এস আই হোসাইন,এসআই সজীব, এসআই আবু সাঈদ, এসআই রাজেশ বড়ুয়া, এসআই এআল-আমীনসহ পুলিশের একটি অভিযানিক দল উক্ত বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ৭০ হাজার পিস ইয়াবা, ২০ ভরি ১২ আনা স্বর্ণ ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় কাসেম নামে এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, অভিযানের উপস্থিতি টের পেয়ে আত্মসমর্পনকারী মাদক কারবারী ইদ্রিস কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ধৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।##
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-