যুবদল হচ্ছে বিএনপির প্রাণ: সরওয়ার জাহান চৌধুরী

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনায় হলদিয়া পালং ইউনিয়ন উত্তর যুবদলের ইফতার ও দোয়া মাহফিল সোমবার (১৭ এপ্রিল) মরিচ্যা জিএমএস কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে।

আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়ন উত্তর যুবদলের আহবায়ক মো.সোহেল রানা।

প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। তিনি বলেন,”আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান স্বৈরাচারী সরকারের পতনের জন্য সকল ভেদাভেদ ভুলে এক চাদরে আসতে হবে। যুবদল হচ্ছে বিএনপির প্রাণ।”

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী। তিনি বলেন,” হলদিয়া পালং ইউনিয়নে যুবদল অনেক সক্রিয়। আগামীর আন্দোলনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

ইফতার মাহফিলে উপস্থিত হয়ে সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হলদিয়া পালং ইউনিয়ন উত্তর যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা।

আরও খবর