নিজস্ব প্রতিবেদক:
পাহাড়ের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাংগ্রাই-বৈসু-বিষু এর আনন্দ পৌঁছিয়ে দিতে বিদ্যানন্দ আয়োজন করেছে ১০টাকার “সাংগ্রাই-বৈসু-বিষু বাজার”।
১২ এপ্রিল বুধবার সকাল ৯ টায় কক্সবাজারের রামুর ঈদগড়ের বিদ্যানন্দের সম্প্রীতি অনাথালয়ের মাঠে এই বাজার বসানো হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০০ পরিবারের প্রায় ৫’শ বৌদ্ধ ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত মানুষ ১ টাকার বিনিময়ে এই বাজার থেকে নতুন কাপড় ক্রয় করেন। নতুন কাপড়ের পাশাপাশি প্রতি পরিবার ১০ টাকায় চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করেন হ্যাপিনেস সুপারস্টোর থেকে।
সরেজমিনে দেখা যায় প্রবারণা উপলক্ষ্যে স্টলে সারি সারি থামি, লুঙি, ধুতি, টপ্স, ফ্রক, শার্ট ও জুতা সাজানো হয়েছে। মানুষ ১ টাকা দিয়ে নিজের পছন্দ মতো কাপড় করে ক্রয় করছেন। এছাড়াও প্রতি পরিবার হ্যাপিনেস সুপারস্টোর থেকে ১ টাকায় কেজি চাল, ২ টাকায় ডাল, ৩ টাকায় তেল, ৪ টাকায় মাছ, ২ টাকায় ডজন ডিম, আলু, ছোলা, মিষ্টি কুমড়া, চিনি, লবণ, নুডলস সহ প্রায় ১৮ জাতের পণ্য ক্রয় করছেন ১০ টাকার বাজার থেকে।
বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক মো: মোবারক বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের হ্যাপিনেস স্টোরের পক্ষ থেকে সারাদেশে এইয়া বাজার কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়াও আসন্ন ঈদ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন স্থানে এক টাকায় ঈদ বাজার এর আয়োজন করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-