একেএনসি উচ্চ বিদ্যালয় এসএসসি-২১ ব্যাচের ইফতার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় এসএসসি-২১ ব্যাচের ইফতার ও মিলনমেলা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার(১১ এপ্রিল) সন্ধ্যায় ইনানী রয়েল টিউলিপ সংলগ্ন সৈকতে ৫০জন শিক্ষার্থীরা সকলে মিলে এ আয়োজন করেন। আয়োজকরা বলেন,” আমরা এসএসসি পাশ করার পর থেকে একে অপরের থেকে অনেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। সকল বন্ধুদের একসাথে করতে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে ইফতার ও মিলনমেলার আয়োজন। সকলে একই স্থানে মিলিত হয়ে ভাগাভাগি করে ইফতার শেষ করেছি। আগামীতেও আমাদের এ আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

আরও খবর