টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফে একটি হ্যাচারি থেকে মো. গোলাম আকবর প্রকাশ রবু নামের একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার মেরিন ড্রাইভ সড়কের পাশে আল-মনসুর হ্যাচারির অফিস থেকে লাশটি উদ্ধার করা হয়। রবু প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক।
নিহত মো. গোলাম আকবর চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নের চক আলমপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে টেকনাফ পৌরসভার ডেইলপাড়ায় বসবাস করেন।
টেকনাফ থানার পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আল-মনসুর হ্যাচারিটির মালিক রবুর চাচা আল-মনসুর। হ্যাচারি প্রতিষ্ঠার পর থেকে রবু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন সেখানে। কিন্তু ১০ বছর ধরে হ্যাচারিতে চিংড়ি উৎপাদন বন্ধ। এরপরও নিয়মিত তিনি আসা-যাওয়া করতেন। মাঝে মাঝে অফিস কক্ষে রাত্রিযাপন করতেন। দুই-তিন দিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুলিশকে জানায়। আজ বিকালে পুলিশ হ্যাচারির অফিস কক্ষের দরজা ভেঙে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-