গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে পেটের ভিতর ইয়াবার পোটলা বিস্ফোরন হয়ে মাসুদ রানা প্রকাশ ইদ্রিস পাটোয়ারী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক হচ্ছে রাজবাড়ী জেলার আলীপুর ইউপির ৭ নং ওয়ার্ডের মৃত মান্নান বেপারীর পুত্র।
৩ এপ্রিল (সোমবার) সন্ধা ৭ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল টেকনাফের সাবরাং ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা করেছে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার এসআই রাজেশ বড়ুয়া।
তিনি বলেন, জড়িত সন্দেহে ভাড়াবাসার মালিকের পুত্র সুমনকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের দাবি পেটের ভেতর মাদক পাচারকালে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে।
ভাড়া বাসার মালিক শান্তি দেবী জানান, গত আড়াই বছর আগে সাবরাং শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার সিএনজি চালক আজিজকে তারা এ ঘরটি ভাড়া দেয়। উক্ত ঘরে নিহত যুবক মাঝে মধ্যে আসত।
স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক আহমদ জানান, ভাড়া বাসার মালিক শান্তি দেবীর ছেলে সুমন এ বিষয়টি জানালে তাৎক্ষনিক পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।
ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বাড়ির মালিক সুমনকে ঘটনার রহস্য বের করার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-