কক্সবাজারে ইয়াবা নিয়ে সাংবাদিক ও শ্রমিক লীগ নেতা সহযোগী সহ আটক

 

নিজস্ব প্রতিনিধি :


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের একটি টিম কক্সবাজার পৌরসভার লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ একজন কথিত সাংবাদিক’কে সহযোগী সহ আটক করেছে।

বুধবার (২৯মার্চ )বিকেল সাড়ে ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান,গোপন গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক জীবন বড়ুয়া’র নেতৃত্বে একটি টিম কক্সবাজার পৌরসভার ০৩ নং ওয়ার্ডের লালদিঘির দক্ষিণ পাড় সোনালি ব্যাংকের সামনে থেকে ১ হাজার পিস ইয়াবাসহ একজন সাংবাদিক পরিচয়দানকারীকে সহযোগীসহ আটক করেছে।

আটককৃতরা হলেন, ১।মোঃ আলী হোসেন (৫০), পিতা-মৃত সৈয়দ নূর,মাতা-দেলোয়ারা বেগম,সাং- পশ্চিম আমজাখালী,৪ নং ওয়ার্ড, রড়ঘোপ -কুতুবদিয়া। বর্তমান সাং-দক্ষিণ মুহুরীপাড়া,বিসিক শিল্প এরাকা,ঝিলংজা কক্সবাজার সদর। ২.কামরুল হুদা সোহেল (৩৮), (কথিত সাংবাদিক), পিতা- মৃত- নুরুল হুদা,মাতা- সাদিযা বেগম,সাং- আলী আকরব ডেইল,৫নং ওয়ার্ড নং – কুতুবদিয়া।বর্তমান সাং-দক্ষিন ডিক্কুল,২ নং ওয়ার্ড,ঝিলংজা কক্সবাজার সদর।

আটককৃতদের বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।

আটক কামরুল হুদা সোহেল প্রকাশ সোহেল রানা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বঙ্গবন্ধু সৈনিক লীগ,জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার সদস্য ও স্বাধীন বাংলা নামক একটি পত্রিকার কক্সবাজার প্রতিনিধি সহ সামাজিক সংগঠনের নেতা পরিচয় দিয়ে বেড়াতো।

আরও খবর