নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার অপহৃত এক কলেজ ছাত্রীকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব ১৫। এ ঘটনায় অপহরণকারিকেও গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২৫ মার্চ রাতে ঢাকায় অপহৃত এক স্কুল ছাত্রীকে কলাতলী এলাকা থেকে উদ্ধার করে ১ জনকে গ্রেপ্তার করেছিল র্যাব।
সোমবার (২৭ মার্চ) দুপুরে কক্সবাজারের কলাতলীর হোটেল মোটেল জোন থেকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব ১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান।
গ্রেপ্তার আরাফাত হোসেন রুবাই (২২), গাজিপুর জেলার টঙ্গি এলাকার আক্তার হোসেনের ছেলে।
সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২১ মার্চ রাজধানী ঢাকার মিরপুর-১২ এলাকা থেকে অপহৃত হন ঢাকা বিএন কলেজ থেকে সদ্য পাস করা এক ছাত্রী।
এ ঘটনায় ২৩ মার্চ পিতা নয়ন শেখ বাদি হয়ে মামলা দায়ের করেন। এতে বলা হয় রুবাই নামের এক যুবকের সাথে পরিচয় হওয়ার পর কৌশলে কলেজ ছাত্রী মোবাইল নম্বর সংগ্রহ করে। এরপর উত্ত্যক্ত সহ প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি রুবাই এর পরিবারকে অবহিত করলে সে আরো ক্ষিপ্ত হয়ে পড়ে। এর জের ধরে ২১ মার্চ দুপুরের পর থেকে নিখোঁজ হন কলেজ ছাত্রী। এর মামলার জের ধরে র্যাব গোয়েন্দা নজরধারীর মাধ্যমে অপহৃত কলেজ ছাত্রী ও অপহরণকারি অবস্থান নিশ্চিত হয়।
সোমবার দুপুরে অভিযানে কলেজ ছাত্রীকে উদ্ধার করে আরাফাত হোসেন রুবাইকে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবাই জোরপূর্বক অপহরণ করে কলেজছাত্রীকে কক্সাবাজার নিয়ে আসার বিষয়টি স্বীকার করেছে। অপহৃত কলেজ ছাত্রী ও অপহরণকারিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-