বাঁশখালী প্রতিনিধি •
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
বাঁশখালী থানা পুলিশ সূত্র জানায়, আজ রবিবার (২৬ মার্চ) সকালে বাঁশখালী থানার এসআই রাজীব চন্দ্র পোদ্দার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালীর সর্বদক্ষিনের ইউনিয়ন পুঁইছড়ির দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে ২ হাজার পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তি হলো কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং নয়াপাড়া এলাকার মো. সেকান্দর এবং ফাতেমা বেগমের পুত্র মো. আব্দুল্লাহ (৪০)।
এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের আইনশৃংখলা ও মাদকদ্রব্য ব্যবহার রোধে এ অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-