কক্সবাজার প্রতিনিধি •
রাজধানী ঢাকার অপহৃত এক স্কুলছাত্রীকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার শামসুল আলম খান।
গ্রেপ্তার ব্যক্তির নাম নাজমুল হাসান। তার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে।
পুলিশ সুপার শামসুল আলম খান জানান, গত ২১ মার্চ রাজধানী ঢাকার শাহআলী থানা এলাকা থেকে অপহৃত হয় রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী। এ ঘটনায় অপহৃতের বড় বোন আফাত আরা পারভীন ২৫ মার্চ সকালে শাহ আলী থানায় একটি মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয় নাজমুল হাসানসহ আরও কয়েকজন অপহরণকারী ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়। পরে নাজমুল হাসান তার ব্যক্তিগত নম্বর থেকে ভিকটিমের পরিবারকে ফোন করে অপহরণের কথা স্বীকার করে এবং মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করে।
এ ঘটনার পর র্যাব ভিকটিমকে উদ্ধার করে অপহরণকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর সূত্র ধরে শনিবার ২৫ মার্চ রাতে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোন এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয় এবং নাজমুল হাসানকেও গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, অপহৃত স্কুলছাত্রী ও গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-