কক্সবাজার জার্নাল ডটকম •
মহান স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে বীর শহীদদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন উখিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে (রোববার) সকালে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় বক্তব্যে প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।
এছাড়া উখিয়া উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক এবং অন্যান্য সংগঠনের নেতারা ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-