নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শরীফুল হক সোহাগ (২৪) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ মার্চ) রাত ১১টার দিকে মেরিনড্রাইভ কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্র চকরিয়ার পালাকাটা এলাকার আবু বক্করের পুত্র। সে চট্টগ্রাম হাজী মহসিন কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
সোহাগের সহপাঠি মিজবাহ উদ্দিন জানান, সোহাগ অত্যান্ত মেধাবী ছাত্র ছিল। উচ্চ শিক্ষার জন্য জার্মানী যাওয়ার জন্য প্রায় প্রস্তুতি সম্পন্ন করেছিল। তার স্বপ্ন পূরন হলনা আর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
রামুর হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল মোটর সাইকেল দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-