কক্সবাজারে হত্যা ও মাদক সহ ৫ মামলার পলাতক আসামি বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে হত্যা ও মাদক সহ ৫ মামলার পলাতক আসামি জালাল আহমদ (৫৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৫।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান।

গ্রেপ্তার জালাল আহমদ (৫৮) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে।

সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ সময় আত্মগোপনে থাকা মাদক ও হত্যা মামলার আসামী জালাল আহমদকে গ্রেপ্তার করা হয়। যার বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় ১ টি এবং টেকনাফ থানায় ৪ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকে টেকনাফ থানায় সোপর্দ করা হচ্ছে।

আরও খবর