সোয়েব সাঈদ, রামু •
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী সিএনজি তল্লাসি করে ইয়াবা সহ এক মাদককারবারীকে আটক করেছে রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশ। আটক মাদক কারবারী আবদুর রহিম (২৮)।
সে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের পুত্র। মঙ্গলবার আনুমানিক ৪ টায় রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন জানান, ২১ মার্চ, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ আবুল মনছুর রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজি গাড়ি তল্লাশি করে মাদক কারবারী আবদুর রহিমকে আটক করেন।
এ সময় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩ হাজার ৬০০ টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১১ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- ধৃত আবদুর রহিম দীর্ঘদিন মাদক চোরাচালানে জড়িত। এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-