গরুর রক্তে পা পিছলে চাকুর উপর পড়ে প্রাণ গেলো রোহিঙ্গা কিশোরের: আটক ১

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ায় জবাই করা গরুর রক্তে পা পিছলে চাকুর উপর পড়ে প্রাণ হারিয়েছে এক রোহিঙ্গা।

ঘটনাটি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং বাজারে। নিহত রোহিঙ্গা মোহাম্মদ আবদুল হাফিজ ক্যাম্প-১৫ এর জি-১১ ব্লকের আব্দুল কালামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান,শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্প-১৫ জি-১১ ব্লকের বসবাসরত মো. আব্দুল হাফিজ নামের একজন রোহিঙ্গা কুতুপালং বাজারে রোহিঙ্গা মো.জাফরের সাথে কসাই এর কাজ করতো। গরুর মাংস কাটার সময় রক্তে পা পিছলে চাকু উপর পড়ে বুকের বাম পাশে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সাথে সাথে আশেপাশের মানুষজন আহত ব্যক্তিকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইদিন অভিযুক্ত জাফরকে গ্রেফতার করে উখিয়া থানা পুলিশ। গ্রেফতার জাফর লম্বাশিয়া ক্যাম্পের রোহিঙ্গা বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

আরও খবর