রামু প্রতিনিধি •
কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির চাইল্ল্যাতলীর সমিতি পাড়ায় সামাজিক বনায়নের গাছ কেটে পাচার করছিল একটি পাচারকারী সিন্ডিকেট।
খবর পেয়ে বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ।
অভিযানে বিপুল পরিমাণ গাছ জব্দ করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পানেরছড়া বন বিট কর্মকর্তা সোহেল রানা সহ স্টাফরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানিয়েছেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বন বিট এলাকার চাইল্ল্যাতলী সমিতি পাড়ায় ২০১৪-১৫ সালের সামাজিক বনায়নের বাগানে কয়েকদিন ধরে গাছ কেটে পাচার করছিল শহিদুল্লাহ ও গুরাইয়্যার নেতৃত্বে একটি সিন্ডিকেট। ডাম্প ট্রাকে গাছ পাচারের জন্য চক্রটি সেখানে রাস্তাও তৈরি করে। বৃহস্পতিবার খবর পেয়ে সেখানে অভিযান চালায় বন বিভাগ।
পানেরছড়া বন বিট কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে অভিযান চালিয়ে গাছ জব্দ করা হয়েছে, এসব গাছ পরিমাপ করা হচ্ছে। দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-