প্রেস বিজ্ঞপ্তি •
“শান্তির বিশ্ব হোক কবিতার জয় হোক” এই শ্লোগানে কক্সবাজারের ২য় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উত্সব অনুষ্ঠিত হচ্ছে। আগামী কাল শনিবার ১৮ ই মার্চ বিকেল ৩ টায় কক্সবাজার জেলা পরিষদ চত্বরে ও রবিবার ১৯ মার্চ সকাল ১০ টায় উত্তরন মডেল কলেজ প্রাঙ্গণে এ উত্সব উদযাপিত হবে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী আমাদের রাজনীতির কবি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাব্যময় স্মৃতির স্মারক হিসেবে বালুকাময় সমুদ্র সৈকতের উপকন্ঠে গড়ে ওঠা সৌন্দর্যের রানী খ্যাত ককসবাজারে ভিন্ন ভিন্ন ভাষার শতাধিক দেশী বিদেশি বরেন্য কবি বৃন্দের অংশ গ্রহণে এ উত্সবের ১ম দিন জেলা পরিষদ চত্বরে উদ্বোধন করবেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল।
এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক শাহীন ইমরান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ, শিক্ষাবিদ এমএম সিরাজুল ইসলাম সহ অনেকে উপস্থিত থাকবেন।
উত্সব উদযাপন কমিটির সভাপতি কবি কামরুল হাসানের সভাপতি্ত্বে কবি বরন, কবি কন্ঠে কবিতা পাঠ বিশ্ব শান্তি প্রার্থনায় অসীমের ঠিকানায় পত্র প্রেরন,অতিথি বরন, উত্তোরিয় প্রদান সহ এতে বর্নাঢ্য আয়োজন রাখা হয়েছে ।
এসময় সময়ের প্রধান কবি অসীম সাহা, অরুন চক্রবর্তী, শাকিল আহমেদ, অনিকেত শামীম, রিজওয়ান মাহমুদ, শিবলী মোক্তাদির ও আবু মুছা চৌধরী, বিদেশী কবি বৃন্দ যথাক্রমে নেপালের মিনা দেবী শেত্রী শর্মা, সিকিমের সন্জয় ঘটক,পশ্চিম বঙ্গের অরুন কুমার চক্রবর্তী সহ দেশী বিদেশী কবি বৃন্দ অংশ গ্রহণ করবেন।
এতে কবি ও কবিতাপ্রেমী সকলকে উতসব উদযাপন কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। উত্সব উদযাপন কমিটির মিডিয়া সমন্বয়ক কবি ও সাংবাদিক আমিনুল হক আমীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-