ইসলামি ব্যাংকের কুতুপালং এজেন্ট শাখার সত্বাধিকারী মেসার্স হাজী স্টোর

টানা দ্বিতীয় বারের মত এজেন্ট ব্যাংকিং শাখায় প্রথম হলেন মেসার্স হাজী স্টোর!

নিজস্ব প্রতিবেদক, উখিয়া •

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম সাউথ ও নর্থ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালায় টানা দ্বিতীয় বারের মত প্রথম স্থান অধিকার করেছেন ইসলামি ব্যাংকের কুতুপালং এজেন্ট শাখার সত্বাধিকারী মেসার্স হাজী স্টোর।

১৬ মার্চ (বৃহস্পতিবার) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদ (ইছামতি হল) এ অনুষ্ঠিত কর্মশালায় মেসার্স হাজী স্টোরকে এ সম্মাননা প্রদান করা হয়।

উক্ত কর্মশালায় ব্যাংকের চট্টগ্রাম সাউথ জোন প্রধান মিয়া মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম মাহবুব মোর্শেদ ও মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম নর্থ জোন প্রধান মোহাম্মদ নুরুল হোসাইন ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ বলেন, এজেন্ট স্বত্বাধিকারীরা ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী ব্যাংকিং কার্যক্রম বিস্তারে এজেন্ট ব্যাংকিং উল্লে­খযোগ্য ভূমিকা পালন করছে। ইসলামী ব্যাংকের আমানত ও বিনিয়োগ কার্যক্রমে এজেন্টদের কার্যক্রম আরও বেগবান করতে হবে।

এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এছাড়া ব্যাংকিংয়ের সব কার্যক্রমে ব্যাংকিং নীতিমালা ও শরীয়াহ নীতিমালা যথাযথ পরিপালনের জন্য এজেন্ট স্বত্বাধিকারীদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২১ সালে একিভাবে ব্যাংকিং খাতে অবদান রাখায় চট্টগ্রামের দক্ষিণ জোনে মেসার্স হাজী স্টোর প্রথম স্থান অধিকার করে।

আরও খবর