টেকনাফে এবার অপহৃত হলো ৭ কাঠুরিয়া!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া থেকে এবার অপহৃত হলো ৭ কাঠুরিয়া!

সূত্রে জানা যায়, অত্র ইউপির পাহাড়ি অঞ্চলে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে গিয়ে তারা ৭ জন অপহরণের শিকার হয়েছে।

১৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুরের দিকে উক্ত ইউনিয়ন জাহাজপুরা পাহাড়ি এলাকায় এ ঘটনাটি সংঘটিত করেছে অপহরনকারীরা।

অপহৃতরা ব্যক্তিরা হচ্ছে, জাহাজপুরা এলাকার বাসিন্দা ফজল করিম, রফিক আলম,মো.আজিজ, মো.আইয়ুব। তাৎক্ষণিকভাবে তিন জনের নাম পাওয়া গেলেও বাকী ৪ জনের পরিচয় পাওয়া যায়নি।

ঘটে যাওয়া ঘটনাটি স্বীকার করে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ রফিক বলেন,কাঠ সংগ্রহ করতে গিয়ে ৭ ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন বলে শুনেছি। অপহরণের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বিষয়টি জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন,গণমাধ্যম কর্মিদের জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় জনগনকে সাথে নিয়ে পুলিশ পাহাড়ে তল্লাশী অভিযান পরিচালনা করবে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন ৮ ব্যক্তি। পরে মুক্তিপণ দিয়ে তারা নিজ বাড়ীতে ফিরে আসে। একইভাবে গত ২৯ সেপ্টেম্বর অত্র উপজেলার হ্নীলা ইউনিয়ন পানখালী ও মরিচ্যাঘোনা পাহাড়ি এলাকা থেকে পাঁচ কৃষককে অপহরণ করা হয়েছিল। তারা মুক্তিপন দিয়ে সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে রক্ষা পেয়েছিল।

আরও খবর