কক্সবাজারে হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনের আল মারওয়া আবাসিক হোটেল থেকে শারমিন আক্তার নামে এক তরুণীর লাশ উদ্ধার করে করেছে পুলিশ।

বুধবার রাত ১২টার দিকে হোটেলের ১৩১ নম্বর কক্ষ দরজা ভেঙ্গে ২৬ বছর বযসী ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

সিলিং ফ্যানের সঙ্গে ওরনার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল তাঁর লাশ।

তার বাড়ি গোপলগঞ্জ বলে জানিয়েছে মোটেল কর্তৃপক্ষ।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।

রাত ১টার দিকে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর