আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় নাজমুন্নেছা (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী গ্রামে এ ঘটনা ঘটে।
নাজমুন্নেছা ওই গ্রামের ফেরদৌসের স্ত্রী এবং চট্টগ্রামের হালিশহর এলাকার আব্দুল কাদেরের মেয়ে। দুই বছর আগে প্রেমের সুবাদে ফেরদৌসের সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে ৮ মাসের এক কন্যা সন্তান আছে।
নিহতের বাবা আব্দুল কাদের জানান, তার মেয়ে কে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন।
তিনি বলেন, “আমার মেয়েকে তার শশুড়বাড়ির লোকজন নির্যাতন করতো। তারা যখন যা চেয়েছে দিয়েছি অথচ আমার মেয়েটাকে মরতে হলো।”
তবে নিহতের স্বামীর পরিবার, নাজমুন্নেছা আত্নহত্যা করেছেন বলে দাবি করেছেন।
পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ফেরদৌসের বাবা তার ছেলের বাড়ির পূর্ব পাশের একটি সেমি পাকা ঘরে কাঠের বিমের সাথে সঙ্গে গলায় ওড়না পেছানো অবস্থায় পুত্রবধূকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এটা হত্যাকাণ্ড না আত্মহত্যা এখনো বলা যাচ্ছেনা, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-