কক্সবাজারে আলোচিত ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার রায় কাল

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজারে বহুল আলোচিত ১৪ লাখ পিস ইয়াবা ও এক কোটি ৭০ লাখের বেশি নগদ টাকা উদ্ধারের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার (১৫ মার্চ)।

সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইল এ রায় ঘোষণা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম।

মামলার বাদী, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও বর্তমানে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি কক্সবাজার সদরের চৌফলদন্ডী এলাকা থেকে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক করা হয় কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার বাসিন্দা মোঃ জহরুল ইসলাম প্রকাশ ফারুককে। পরে তার দেওয়া তথ্য অনুসারে বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নগদ এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। ফারুককে গ্রেফতারের পর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার চাচা শ্বশুর ছৈয়দ আহমদের বাসা থেকে আরও ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে ১৭ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা এবং নগদ ১ কোটি ৭১ লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। ওই মামলাগুলোর বাদি আমি। এর মধ্যে ১৪ লাখ পিস ইয়াবা ও এক কোটি ৭০ লাখের বেশি নগদ টাকা উদ্ধারের মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ১৫ মার্চ। ওই মামলায় চার্জশীটভুক্ত আসামী ৪ জন। আশা করি, এ রায়ের মধ্য দিয়ে অপরাধীরা তাদের প্রাপ্য সাজা পাবেন।’

আরও খবর