ইয়াবা বহনের দায়ে কক্সবাজারের দুই যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম •

চট্টগ্রামে ১৬ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধারের ঘটনায় এক মাইক্রোবাস চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৩ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল ইসলাম ভূঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- চালক সালাউদ্দিন ও সহকারী জসিম উদ্দিন। সালাউদ্দিনের বাড়ি কক্সবাজারে রামুতে, আর জসিমের বাড়ি একই জেলার ঈদগাঁও উপজেলায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি মো. আবু জাফর জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দুইজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দিয়েছেন বিচারক।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে জামিনে থাকা সালাউদ্দিনকে কারাগারে পাঠানো হলেও অপরজন পলাতক আছেন বলে জানিয়েছেন আইনজীবী জাফর।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২৯ অগাস্ট চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের খাজা মোটরসের সামনে মাইক্রোবাস তল্লাশি করে ১৬ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় যানটির চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ২০২১ সালের ১৭ অক্টোবর দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। একইবছরের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।

আরও খবর