আব্দুল্লাহ আল আজিজ ও ইমরান আল মাহমুদ:
শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক সরকার। স্বাধীন বাংলাদেশে সকল ধর্মের সমান অধিকার নিশ্চিতে শেখ হাসিনা সরকার সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে অসাম্প্রদায়িক সরকার হিসেবে তিনি বিশ্ব দরবারেও সুনাম কুড়িয়েছেন। তাই আগামীতেও শেখ হাসিনার সরকারের নেতৃত্বে সরকার গঠন করতে সকলকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল।
সোমবার(১৩ মার্চ) রাত ১০টায় উখিয়া সদরে ২৫ তম হরিনাম মহাযজ্ঞ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির,অর্দ্ধেন্দু ধামের উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মার্শাল আরও বলেন,”আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে তাঁর আদর্শ বুকে ধারণ করে আমার পিতা একে এম মোজাম্মেল হকের দেখানো পথে চলার চেষ্টা করি। আমি কক্সবাজার জেলার ২৮ লক্ষ মানুষের চেয়ারম্যান হিসেবে প্রতিনিধিত্ব করছি। মুসলিম, বড়ুয়া, হিন্দু সহ সকল ধর্মের মানুষের হক রয়েছে। আপনারা আমার কাছে অবশ্যই আসবেন,এটা আপনাদের অধিকার।”
উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রতন কান্তি দে’র সভাপতিত্বে ও রিতা দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত মহোৎসবে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ। প্রধান আলেচক ছিলেন উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তপন দত্ত, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সন্ধ্যা রানী দে সহ প্রমুখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এ্যাডভোকেট রবিন্দ্র দাশ রবি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-