ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন টেকনাফের ইসহাক

সংবাদ বিজ্ঞপ্তি •


ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক ২০২৩ সালের সম্মাননা পুরষ্কার পেয়েছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি( সিপিপি) কক্সবাজার জোনের টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ইউনিয়ন টিম লিডার মোহাম্মদ ইসহাক।

দুর্যোগ ঝুঁকিহ্রাসের ও করোনাকালিন অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়। শুক্রবার (১০ মার্চ) সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তন এ সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

তার হাতে পুরষ্কারের মেডেল ও সনদপত্র তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক সকল দপ্তরের প্রধান গন,বিদেশি হাইকমিশনার গন,সিপিপি,পরিচালক প্রসাশন আহমদুল হক মুকুল সহ দেশের ভিবিন্ন মন্ত্রালয়ের সচিব গন ও সূশীল সমাজের নেতৃবৃন্দ।

মোহাম্মদ ইসহাক দীর্ঘ ২৪ বছর ধরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সিপিপি’র সেচ্ছাসেবক হিসেবে জড়িত আছেন। তিনি নিজ ব্যবসা বাণিজ্য ছাড়াও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পাশাপাশি,সাংবাদিকতাও রয়েছে সহ-সভাপতি অনলাইন প্রেস ক্লাব কক্সবাজার,সহ-সভাপতি সম্মিলিত সামাজিক আন্দোলন কক্সবাজার জেলা শাখা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত আছেন।

এ নিয়ে সিপিপি টেকনাফ সদর ইউনিয়ন টিম লিডার মোহাম্মদ ইসহাক জানান, দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে সকলের দোয়া ও ভালবাসায় আজ পূরণ হয়েছে,আমি আমৃত্যু মানবসেবায় নিয়োজিত থাকতে চাই। আমি সংশ্লিষ্ট সকলের কাছে আজীবন কৃতজ্ঞ রইলাম।

আরও খবর